আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০২০

হাওয়াই দ্বীপের সব বিচ বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের সব বিচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড ইজ গত শুক্রবার এক ঘোষণায় স্থানীয় প্রশাসনের আওতাধীন সব বিচ বন্ধ ঘোষণা করেছেন।

সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বাড়ছেই। করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই সব বিচ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচগুলো বন্ধ থাকলে করোনার বিস্তাররোধ করা সম্ভব হবে। কারণ এসব বিচে প্রচুর মানুষের সমাগম ঘটে। ফলে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে হাওয়াই দ্বীপের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন বিচে সাতার কাটতে পারবেন এবং সার্ফিং করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close