আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০২০

রমজানেও আল আকসায় নামাজ পড়তে পারবেন না

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী এক মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন দেশে লোকজনকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে এবং বাড়িতেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মসজিদে নামাজ আদায় না করে বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, রমজানকে সামনে রেখে জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদও বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে রমজানে এই পবিত্র মসজিদে নামাজ আদায় করতে পারবেন না মুসলিমরা।

সেখানকার মুসলিম নেতারাই এই সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা দিয়েছেন। ওই মসজিদের তত্ত্বাবধানে থাকা জর্ডানের নিযুক্ত জেরুজালেম ইসলামিক ওয়াকফ এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close