আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০২০

ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু-আক্রান্ত

ভারতে গত এক দিনে ৩৭ নিয়ে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে এখন ৪১৪; আক্রান্ত ১২ হাজার ৩৮০ জন। ইতোমধ্যে করোনা সংক্রমণের ক্ষেত্রে দেশটির ৬৪০ জেলার মধ্যে ১৭০টি জেলাকেই হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে আরো ২০৭টি জেলা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, করোনার সংক্রমণ যেন ওই জেলাগুলোর বাইরে না ছড়াতে পারে সেদিকে নজর রাখতে সব রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসব জেলায় শুধু করোনা সন্দেহে নয়, ইনফ্লুয়েঞ্জার কিংবা শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলেও করোনা পরীক্ষা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close