আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০২০

মসজিদে নামাজ আদায় সীমিত করায় পাক সরকারকে হুশিয়ারি

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মসজিদে নামাজ আদায়ে সীমাবদ্ধতা আরোপ করেছে পাকিস্তান। তবে মসজিদে নামাজ আদায় সীমিত করায় সরকারকে হুশিয়ারি দিয়েছে দেশটির অন্তত ৫০ জন আলেম। পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খান সরকারকে গত মঙ্গলবার এই হুশিয়ারি দেন। তারা বলেছেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করা যাবে না।

করোনাভাইরাস মোকাবিলায় পাকিস্তান সরকার বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে সামাজিক দূরত্ব পালন করতে বলেছেন দেশটির জনগণকে। আর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদে নামাজ আদায় সীমিত করেছে দেশটির সরকার। তবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বেফাকুল মাদারিসের আলেমরা সরকারের এ নির্দেশনার বিরোধিতা করেছেন।

সংগঠনের শীর্ষ পর্যায়ের ৫৩ জন আলেম দেশটির রাজধানী ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ায় গত মঙ্গলবার এ বিষয়ে বৈঠকে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close