আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল, ২০২০

অনির্দিষ্টকাল কারফিউ সৌদি আরবে

করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যমান কারফিউর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। ঘোষণায় বলা হয়ছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। গতকাল রোববার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় সৌদি আরবে গত ২৩ মার্চ থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করা হয়। তবে গত সপ্তাহে রাজধানী রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান, হফুফ, জেদ্দা, তায়েপ, কাতিফ ও খোবারের মতো বড় শহরগুলোকে ২৪ ঘণ্টা কারফিউর আওতায় নিয়ে আসা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close