আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল, ২০২০

‘ভারতে করোনার সামাজিক সংক্রমণের প্রমাণ নেই’

ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছে, দেশটিতে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের কোনো প্রমাণ আপাতত পাওয়া যায়নি। এর আগেও একই দাবি বেশ কয়েকবার করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল পুনরায় এই দাবি করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার যে ১৬ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলোর মধ্যে মাত্র ২ শতাংশ আক্রান্ত বলে ধরা পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

আগারওয়াল সাংবাদিকদের জানান, করোনার সংক্রমণ তৃতীয় ধাপে পৌঁছালে তা যথা সময়ে সরকার অবহিত করবে। তিনি বলেন, সংক্রমণের হার খুব বেশি না। গত বৃহস্পতিবার পরীক্ষা করা ১৬ হাজার নমুনার মধ্যে ৩২০ জন আক্রান্ত পাওয়া গেছে। যা মাত্র ২ শতাংশ। সরকারি প্রতিষ্ঠান আইসিএমআরের একটি গবেষণায় ৪০ শতাংশ আক্রান্তের ভ্রমণ বা আক্রান্তের সংস্পর্শে না আসার বিষয়ে আগারওয়াল বলেন, এই গবেষণার উপসংহার সামাজিক সংক্রমণ বলে ধরে নেওয়া যায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close