আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল, ২০২০

ইইউর ৫০ হাজার কোটি ইউরোর প্রণোদনা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অর্থমন্ত্রীরা প্রাণঘাতী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশগুলোকে সহায়তায় ৫০ হাজার কোটি ইউরোর একটি প্রণোদনা প্যাকেজের ব্যাপারে একমত হয়েছেন। ব্রাসেলসে টানা আলোচনার পর গত বৃহস্পতিবার রাতে ইউরো গ্রুপের চেয়ারম্যান মারিয়ো সেন্টেনো নতুন এ চুক্তির ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

ডিসেম্বরের শেষদিকে উহানে আবির্ভূত করোনাভাইরাস চীন, ইরানের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ইউরোপের ইতালিতেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্য হয়েছে। স্পেনেও কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে, এই সংখ্যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ১৫ হাজার।

কেবল আক্রান্ত বা মৃতের সংখ্যা নয়, করোনাভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি ১৯৩০ সালের মহামন্দা পরবর্তী সবচেয়ে ভয়াবহ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা গিওর্গিভা সতর্ক করেছেন।

ব্রাসেলসের আলোচনায় ইউরোপের মন্ত্রীরা ফ্রান্স ও ইতালির প্রস্তাবিত ইউরোবন্ড চালুর বিষয়ে একমত হতে পারেননি। তাদের প্রণোদনা প্যাকেজে যে পরিমাণ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা এমনকি ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) চাহিদার চেয়েও কম।

ইসিবি এর আগে করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ইউরোপের দেশগুলোর জোটের দেড় ট্রিলিয়ন ইউরো লাগতে পারে বলে ধারণা দিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close