আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল, ২০২০

অ্যামাজনেও করোনার হানা, বড় বিপর্যয়ের আশঙ্কা

পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজন জঙ্গলেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত বুধবার ব্রাজিল সরকার জানিয়েছে, জঙ্গলে বসবাসকারী ইয়ানোমামি আদিবাসী গোষ্ঠীর ১৫ বছরের এক কিশোর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই আদিবাসী গোষ্ঠীর মধ্যে এটিই প্রথম সংক্রমণ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নৃবিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুশিয়ারি জানিয়ে আসছিলেন এই মহামারি ব্রাজিলের সাড়ে ৮ লাখ আদিবাসী মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এসব আদিবাসীরা সামাজিক দূরত্ব বজায় রাখেন না। অ্যামাজনের আদিবাসী গোষ্ঠীগুলো বাইরে থেকে আসা রোগে সব সময় ঝুঁকিপূর্ণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close