স্বাস্থ্য ডেস্ক

  ১১ মে, ২০২২

গরমে মাইগ্রেন এড়াতে যা করবেন

অনেকেরই মাইগ্রেনের সমস্যা আছে। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। কারো কারো ক্ষেত্রে একবার মাথাব্যথা শুরু হলে ৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। এ ছাড়া মাইগ্রেনের রোগীরা বমি বমি ভাব, বমি, আলো এবং শব্দ সংবেদনশীলতায় ভোগেন।

কয়েকটি গবেষণা অনুসারে, গ্রীষ্মকালে মাইগ্রেনের সমস্যা বেশি হয়। অত্যাধিক তাপ, ডিহাইড্রেশন, উজ্জ্বল আলো, খাবার কম খাওয়া এবং কম ঘুমের কারণে গরমে মাইগ্রেন বাড়ে। এ সময় মাইগ্রেন এড়াতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন-

শরীরে আর্দ্রতা বজায় রাখুন : বাইরে যাওয়ার সময় সব সময় পানির বোতল সঙ্গে রাখুন। দিনে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া প্রয়োজন। পানি কম খাওয়া হলে মাইগ্রেনের সমস্যা বাড়ে।

খাদ্যাভ্যাস পরিবর্তন করুন : কফি, রেড ওয়াইন, চকলেট, পনিরের পরিবর্তে গ্রীষ্মকালীন তাজা ফল এবং শাকসবজি যেমন- আম, তরমুজ, শসা, শাক খাদ্যতালিকায় যোগ করুন।

টুপি ব্যবহার করুন : রোদে বের হলে টুপি ব্যবহার করুন।

প্রসাধনী ব্যবহারে যত্নবান হন : কড়া গন্ধযুক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন।

মাঝারি তাপমাত্রায় এসি : এসির তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন।

কঠোর রুটিন বজায় রাখা : ঘুম ও খাবারের সময়সূচি ঠিক রাখুন। এমনকি ছুটিতে বাড়িতে থাকাকালীনই রুটিন মেনে কাজ করুন।

তাপমাত্রা থেকে বাঁচুন : আপাতত বাইরে শরীরচর্চা করা বন্ধ করুন। ক্লান্তি রোধে কঠোর ব্যায়াম এড়িয়ে চলুন।

দুশ্চিন্তা রোধ করুন : অতিরিক্ত দুশ্চিন্তায় মাথাব্যথা বাড়ে। দুশ্চিন্তামুক্ত থাকতে নিয়মিত মেডিটেশন করুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close