ডা. দিদারুল আহসান

  ০৪ আগস্ট, ২০২১

ঝুঁকিমুক্ত বাবা হতে চাইলে...

আগে ধারণা করা হতো বেশি বয়সে মা হলে সন্তানের শারীরিক নানা সমস্যা হতে পারে; কিন্তু গবেষণায় বেরিয়ে এসেছে শুধু মা নয়, বরং বেশি বয়সে বাবা হলেও এর প্রভাব সন্তানের ওপর পড়ে। বিয়ের পর যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের জেনে রাখা ভালো, বেশি বয়সে বাবা হওয়ার অনেক ঝুঁকি রয়েছে। কারণ বাবার বয়স সন্তানের বংশগত জটিলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মায়ের চেয়ে বাবার বয়সই প্রভাবক হিসেবে কাজ করে। অসুস্থ, অস্বাভাবিক সন্তান জন্ম হলে বেশির ভাগ সমাজ ব্যবস্থা মায়েদেরই দোষ দিয়ে আসছে। কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা যায়, অটিজম সিজোফ্রেনিয়া কিংবা মানসিক ও শারীরিক বিকলাঙ্গতা নিয়ে যেসব শিশু জন্ম নিচ্ছে, এর একটি প্রধান কারণ বেশি বয়সে বাবা হওয়া। অর্থাৎ বাবা হিসেবে বেশি বয়সে সন্তান জন্ম দিতে চাইলে আগত শিশুর মানসিক এবং শারীরিক সমস্যা ও জটিলতা থাকার সম্ভাবনার ঝুঁকি অনেক বেড়ে যায়। গবেষণায় দেখা যায়, ২০ বছরের বেশি বয়সের বাবার সন্তানদের ২৫টির মতো জটিলতার সম্ভাবনা দেখা যায়। ৪০ বছরের বাবার সন্তানদের সে সম্ভাবনা থাকে ৬৫টির মতো জটিলতা। অর্থাৎ বাবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর জটিলতার সম্ভাবনা বেড়ে যায়। মোটকথা, শিশুর শারীরিক ও মানসিক জটিলতার ৯৭ ভাগ কারণ বেশি বয়সে বাবা হওয়া বা সন্তান জন্ম দেওয়া। গবেষণায় আরো দেখা যায়, ১৯৭০ সাল থেকে উন্নত দেশগুলোতে শিল্পবিপ্লব শুরু হয়েছে। এ শিল্পবিপ্লবের কারণে পুরুষরা বেশি বয়সে বাবা হচ্ছে আর এতে উন্নত বিশ্বে অটিজম ও অন্যান্য মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী শিশু জন্মানোর সংখ্যাও অনেক বেড়ে গেছে। তাই বলা যায়, সুস্থ-স্বাভাবিক শিশু জন্ম দিতে হলে অন্তত প্রথম সন্তানটি সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে জন্ম দিন নতুবা বাবা হিসেবে আপনাকে ঝুঁকির মধ্যে থেকে একটা অজানা শঙ্কায় থাকতেই হবে। এ কারণে ঝুঁকিমুক্ত বাবা হতে আপনাকে কিন্তু অবশ্যই ভাবতে হবে।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

আল-রাজী হাসপাতাল,

ফার্মগেট, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close