ডা. মহসীন কবির

  ২৫ ফেব্রুয়ারি, ২০২১

হিট স্ট্রোক থেকে সাবধান

চলছে ভয়াবহ গরম। এ গরমে প্রচন্ড রোদের তাপে মাঝে মাঝেই আমরা শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করি। যেমন হঠাৎ মাথা ঝিমঝিম করা কিংবা চোখে ঝাপসা দেখাসহ বমি বমি ভাব হওয়া। আমরা সবাই জানি, এটা গরমের জন্য হচ্ছে এবং তা একটু পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু এ ধারণাটি ভুল। প্রচন্ড গরমের কারণে আমাদের যখন-তখন হতে পারে হিট স্ট্রোক এমনকি মৃত্যু। তাই এ গরমে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। আসুন জেনে নিই এ হিট স্ট্রোক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

হিট স্ট্রোক কী : প্রচন্ড গরমের কারণে আমাদের শরীর থেকে ঘাম ঝরে। আর এ ঘামের সঙ্গে বেরিয়ে যায় আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় লবণ। লবণ ও পানির পরিমাণ কমে গিয়ে শরীরে তৈরি হয় ডিহাইড্রেশন। আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ফারেনহাইট। যদি এটি ১০৪ ফারেনহাইট ছাড়িয়ে যায়, তখনই হিট স্ট্রোক হতে পারে। আর দেহের এ তাপমাত্রার তারতম্য ঘটে সূর্যের প্রখর খরতাপ ও ক্লান্তি থেকে। ডিহাইড্রেশন ও দেহের তাপমাত্রার তারতম্যই হলো হিট স্ট্রোকের প্রধান কারণ।

হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে যারা : ছোট বাচ্চা, প্রবীণ ব্যক্তি, যাদের দেহের ওজন অতিরিক্ত, যারা শারীরিক পরিশ্রমের কাজ বেশি করেন তারা প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। শিশু ও ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে সাবধানে থাকতে হবে। কারণ তাদের দেহে তাপ নিয়ন্ত্রণ সিস্টেমটি বড়দের মতো নয়, তাই তারা বুঝতে পারে না তাদের দেহে তাপের তারতম্য ঘটছে।

হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পূর্বলক্ষণগুলো

* প্রচন্ড গরমে হঠাৎই শরীরে কান্তিবোধ হওয়া।

* প্রচন্ড তৃষ্ণা পাওয়া ও গলা শুকিয়ে মাথা ঘোরা।

* মাথা ঝিমঝিম করা ও বমি বমি ভাব হওয়া।

* মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা।

* দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেশি।

* শ্বাস নিতে কষ্ট হওয়া ও হৃৎস্পন্দন বেড়ে যাওয়া।

* রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা ও খিঁচুনি হওয়া।

হিট স্ট্রোকের প্রাথমিক ইমার্জেন্সি চিকিৎসা

* আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে এবং শরীরের ভারি জামা-কাপড় খুলে দিতে হবে।

* আক্রান্ত রোগীকে পানি খাওয়াতে হবে। সম্ভব হলে ডাবের পানি, স্যালাইন খাওয়াতে হবে।

একটু পরপর দেহের তাপমাত্রা দেখতে হবে। শরীরের তাপমাত্রা কোনোভাবেই ১০১-১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি বাড়তে দেওয়া যাবে না। প্রয়োজনে রোগীর ঘাড়ের নিচে, হাতের তালুতে, পেটের নিচের অংশে বরফ দিতে হবে যাতে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়।

* মনে রাখতে হবে, এ সময় আক্রান্ত রোগীকে কোনো ধরনের জ্বরের ওষুধ বা প্যারাসিটামল একেবারেই দেওয়া যাবে না। এতে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে।

* দেহের তাপমাত্রা ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।

হিট স্ট্রোকে আক্রান্ত না হওয়ার জন্য যা করবেন

* প্রচন্ড গরমে একটু পরপর পানি পান করতে হবে।

* বেশি ঘাম ঝরলে ডাবের পানি বা স্যালাইন পানি খেতে হবে।

* প্রচন্ড গরমের মধ্যে অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকতে হবে।

* ভারী কাজ করতে হলে একটু পরপর স্যালাইন পানি খেতে হবে।

* গরমে আরামদায়ক পোশাক পরতে হবে। ভারী কাপড় বা কালো রঙের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে।

* প্রয়োজনে দিনে দু-তিনবার গোসল করতে হবে।

* পর্যাপ্ত ভিটামিন-সিযুক্ত ফলমূল ও খাবার খেতে হবে।

*উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

লেখক : ইনচার্জ প্রিন্সিপাল

ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন (আইজিএম)

প্রবীণ হাসপাতাল, আগারগাঁও, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close