নিজস্ব প্রতিবেদক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

এক মাসে ৬২১ দুর্ঘটনা

সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ

চলতি বছর জানুয়ারিতে দেশের বিভিন্ন স্থানে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬০৮ জন। এছাড়া এসব দুর্ঘটনায় ১ হাজার ১০০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহত হয়েছেন রাজধানী ঢাকায়। সড়ক দুর্ঘটনার তথ্য নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এসব তথ্য উঠে এসেছে। দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮ জনের মধ্যে ৭২ নারী ও ৮৪ শিশু রয়েছেন। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৬৪ জন। ওই মাসে চারটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত, দুজন আহত হয়েছেন। ২২টি রেল ও ট্রাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৭ জন আহত হন। রোড সেফটির তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় প্রাণ হারান ৩০ জন। একক জেলা হিসেবে ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এ জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, ভোরে ৭.৮ শতাংশ, সকালে ৩১.৭ শতাংশ, দুপুরে ১৭.২৩ শতাংশ, বিকেলে ১৫.৪৫ শতাংশ, সন্ধ্যায় ৯.৯৮ শতাংশ এবং রাতে ১৯.১৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

আগের বছর সড়কে নিহত ৭ হাজার ২৯৪ জন : ২০২৪ সালে দেশে ৬ হাজার ৯২৭টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ১৯ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দুর্ঘটনা বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ আর প্রাণহানি বেড়েছে প্রায় ১২ শতাংশ। আহত বেড়েছে ৫.৩৬ শতাংশ।

রোড সেফটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৮৯৩ জন আর শিশু ১ হাজার ১৫২ জন। ২০২৪ সালে ২ হাজার ৭৬১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ হাজার ৬০৯ জন। এটি মোট নিহতের প্রায় ৩৬ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার প্রায় ৪০ শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ৫৩৫ পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ শতাংশের বেশি। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৮৪ জন।

২০২৪ সালে ১১৮টি নৌ-দুর্ঘটনায় ১৫২ জন নিহত, ১৬১ জন আহত এবং ৩৯ জন নিখোঁজ রয়েছেন। ৩৪৭টি রেলপথ দুর্ঘটনায় ৩২৪ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি হয়েছে আঞ্চলিক সড়কে, এর সংখ্যা ২ হাজার ৭৩৬টি। এটি মোট দুর্ঘটনার ৩৯ শতাংশের বেশি। আর ২ হাজার ৩৫৭টি হয়েছে জাতীয় মহাসড়কে, ৯৭২টি গ্রামীণ সড়কে, ৭৮৪টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৭৮টি দুর্ঘটনা ঘটেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close