টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

ইজতেমার দ্বিতীয় পর্ব

আজ আখেরি মোনাজাত

শূরায়ে নেজামের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ছিল গতকাল মঙ্গলবার। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শোনেন মুসল্লিরা। আজ বুধবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। আজ প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত দুপুর ১২টায় হবে বলে জানা গেছে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের।

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে মোনাজাত শেষ না পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। সকালে তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল। পরে খিত্তায় খিত্তায় তালিম করা হয়। এছাড়া সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এরপর নামাজের মিম্বারের সামনে মাদরাসার ত্বলাবাদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরীদ।

বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা, বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান এরপর বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। ৪০টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন ২২ জেলার লাখো মুসল্লি। ইজতেমার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ব গড়ে ওঠায় ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি-বিদেশি মুসল্লিরা। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা- এ পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাহপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

দুই মুসল্লির মৃত্যু : দ্বিতীয় ধাপের ইজতেমায় আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় একজন এবং রাত ১১টায় একজনের ইজতেমা মাঠে মৃত্যু হয়। সন্ধ্যায় মারা যাওয়া সাইফুল ইসলামের (৪৮) বাড়ি নরসিংদী জেলার মাধবদী এলাকায় এবং রাতে মারা যাওয়া আমীর হোসেনের (৬৫) বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। এর আগে প্রথম ধাপের ইজতেমায় যোগ দেওয়া পাঁচজন মুসল্লির মৃত্যু হয়।

যৌতুকবিহীন বিয়ে : দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ২৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পূর্ণ হয়েছে। বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসান বিয়ে পড়ান। ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমায় শূরায়ে নেজামের অধীনে দুই ধাপে ইজতেমায় মোট ৮৬টি বিবাহ সম্পন্ন হলো।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন : আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থিরা। টঙ্গী ময়দানে তাবলিগ জামাতের (মাওলানা সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবেন না। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণসাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি সা’দপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শূরায়ে নেজামের নিকট হস্তান্তর করা হবে।

যান চলাচল থাকবে স্বাভাবিক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানান, শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সা’দ অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আর বুধবার (আজ) প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে দুপুর ১২টায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে। শনিবার মাওলানা সা’দ অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। সবার প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না। পুরো মাঠ ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close