নিজস্ব প্রতিবেদক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

একনেক বৈঠক

১২৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল রবিবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। জানা যায়, একনেক সভায় ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৯৭ কোটি ২৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৩২৮ কোটি ৯৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ১০৬ কোটি ১০ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন’ প্রকল্প। নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্পের ‘ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)’ প্রকল্প এবং ‘বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ ও উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প। খাদ্য মন্ত্রণালয়ের ফুড সেফটি টেস্টিং ক্যাপাডিসটি ডেভেলপমেন্ট প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প- ‘তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্প; ‘হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ’ প্রকল্প; ‘সিলেট-১২নং কূপ খনন (তেল কূপ)’ প্রকল্প; ‘ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প এবং ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উন্নয়ন, চট্টগ্রাম জোন (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প। ‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রোভ মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রিন্ট্রিগ্যাশন’। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের চতুর্থবার মেয়াদ বৃদ্ধি প্রস্তাব সভায় পাস করা হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক এরই মধ্যে অনুমোদিত ৪টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হলো- ১. প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ২. অ্যাকুয়েটিক ইকোসিস্টেম কনজারবেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন দ্য নর্থ-ইস্ট অ্যান্ড সাউথ-ওয়েস্ট রিজিয়ন ইন বাংলাদেশ-ইউএসআইডি ইকোসিস্টেম বা প্রতিবেশ(ডিওএফ কম্পোন্টে) প্রকল্প, ৩. চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-ব্রিজিং (সিডিএসপি-বি) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ৪. পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন (প্রতম সংশোধিত) প্রকল্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close