নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনকে বাঁচাতে ভ্রমণ বন্ধ
পরিবেশ উপদেষ্টা

সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে দাবি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া হবে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পর্যটনের নামে প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে ধ্বংস করা হচ্ছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া হবে। সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে। সরকার নতুন কিছু নয়, বরং বহু পুরোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় সুনশান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। এতে বিপাকে পর্যটন সংশ্লিষ্টরা।
"