প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

মিয়ানমারের জরুরি অবস্থা আরো ৬ মাস বাড়াল জান্তা

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরো ৬ মাস বাড়িয়েছে দেশটিতে ক্ষমতাসীন জান্তা সরকার। দেশটিতে সামরিক অভ্যুত্থানের চার বছর পূর্তির আগের দিন গতকাল শুক্রবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিল জান্তা সরকার।

গণতন্ত্রের আইকন অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক জান্তা সরকার। জান্তা সরকার চলতি বছর যদিও দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ ঘোষণা করেনি। এরই মধ্যে সামরিক শাসনের মেয়াদ বাড়ানোর ঘোষণা এলো।

সামরিক শাসনের মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে মিয়ানমারের জান্তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভিতে জানিয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দেশে শান্তি এবং স্থিতিশীলতা দরকার। সফলভাবে জাতীয় নির্বাচন আয়োজন করতে এখনো অনেক কাজ বাকি।

সমালোচকদের ধারণা, নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ না জানালেও নিজেদের পরিকল্পনামাফিক সামনে এগোনোর চেষ্টা করছে জান্তা সরকার। আর তারই অংশ হিসেবে একের পর এক সামরিক শাসনের মেয়াদ বাড়িয়ে চলছে। সমালোচকরা বলছেন, নির্বাচন দিলেও কোনো পুতুল নেতা সামনে বসিয়ে নেপথ্যে থেকে কলকাঠি নাড়বেন সামরিক জেনারেলরা।

এদিকে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সুচির সরকারকে উৎখাত করে সামরিক জান্তার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে চরম গৃহযুদ্ধ চলছে। দেশের বিভিন্ন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে সামরিক সরকার। এমনকি সর্বশেষ রাখাইন রাজ্যও চলে গেছে বিদ্রোহীদের দখলে। ৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়েছেন বলে এক সমীক্ষায় জানিয়েছে জাতিসংঘ। দেশব্যাপী মারাত্মক খাদ্যসংকট ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close