মো. রবিউল ইসলাম, টঙ্গী

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

২০ লক্ষাধিক মুসল্লির জুমা আদায়

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় গতকাল শুক্রবার জুমার জামাতে শরিক হন লাখো মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রা¯ত্মা, বাড়িঘর, দোকানপাট; এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনে বসেও অনেকে শরিক হন জুমার জামাতে। দেশের সর্ববৃহৎ এ জুমার নামাজে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নেন। এদিকে ইজতেমায় গতকাল দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুর ১টা ৪৬ মিনিটে কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন। এ সময় ইজতেমা ময়দান ও আশপাশের প্রায় ৫ কিলোমিটার জায়গাজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুর¤œ হয়। গতকাল বাদ ফজর পাকি¯ত্মানের মাওলানা আহমদ বাটনার বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম দিনের কর্যক্রম পরিচালিত হয়। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আলমি শূরার তত্ত্বাবধানে শেষ হবে প্রথম পর্ব।

জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানমুখী মানুষের ঢল নামে। সময় যত গড়াতে থাকে, এ ঢল বাড়তে থাকে। দুপুর ১২টার মধ্যেই ভরে যায় মাঠ। মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা জায়নামাজ, হোগলাপাটি, পলিথিন, চট ও পলিব¯ত্মা, কাগজ এবং খবরের কাগজ বিছিয়ে বসে পড়েন মাঠের রা¯ত্মা, আশপাশের গলিতে। দুপুর ১টায় তাতেও ঠাঁই না হলে মুসল্লিরা বিআরটির ফ্লাইওভার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-আবদুল্লাপুর, টঙ্গী-কালীগঞ্জ সড়ক এবং তুরাগ নদে (নৌকাসহ বিভিন্ন বাহন) বসে পড়েন। নামাজ শেষে একসঙ্গে ফিরতে গিয়ে পরিবহন সংকটে বিপাকে পড়েন মুসল্লিরা। পরিবহনগুলো আদায় করে অতিরিক্ত টাকা। হেঁটেই ফিরতে হয় বেশিরভাগ মানুষকে। ইজতেমা নিয়ে সংঘাতের শঙ্কা না থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় মুসল্লিরাও বয়ান-তাসকিলে মনোযোগ দিতে পেরেছেন।

যারা বয়ান করেছেন : বাদ ফজর বয়ান করেন পাকি¯ত্মানের মাওলানা জিয়া উল হক। তাৎক্ষণিক তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুর¤œর রহমান। পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। এছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হয়। যেমন সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেন প্রফেসর আবদুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুর¤œত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

আখেরি মোনাজাত : আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত করবেন বলে নিশ্চিত করেছেন আলমি শূরার মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান। এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ৩ ফেব্র¤œয়ারি শুর¤œ হবে দ্বিতীয় পর্ব। ৫ ফেব্র¤œয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আমলি শূরার অধীনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর ৯ দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্র¤œয়ারি শুর¤œ হবে সাদ কান্ধালভীর অনুসারীদের ইজতেমা। ১৬ ফেব্র¤œয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম ইজতেমা।

বিশেষ ট্রেন : বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন র¤œটে ১৪টি বিশেষ ট্রেন চলাচল করবে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্র¤œয়ারি (আখেরি মোনাজাতের দিন) পর্যšত্ম এ বিশেষ ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আজ শনিবার ২টি ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে। এছাড়া আখেরি মোনাজাতের দিন রবিবার পরিচালনা করা হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে। অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ৭ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং সর্বশেষ টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে।

মেট্রোরেল : বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধায় ৬টি ট্রিপ অতিরিক্ত দিচ্ছে মেট্রোরেল। গতকাল শুক্রবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ওই বার্তায় বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ থেকে ইজতেমা চলার সময় অতিরিক্ত ৬টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেওয়া হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রোরেলের পক্ষ হতে আšত্মরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

দুই মুসল্লির মৃত্যু : ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে ২ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। আবদুল কুদ্দুস গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। সাবেদ আলীর বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ৩নং রানিশিমুল এলাকায়। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

যৌতুকবিহীন বিয়ে : আজ শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।

বিদেশি মেহমান : এবারও ইজতেমা ময়দানে গত বৃহস্পতিবার রাত ২টা পর্যšত্ম ৭২টি দেশের ২ হাজার ১৫০ বিদেশি মুসল্লি বিদেশি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করে

বিনামূল্যে চিকিৎসাসেবা : বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আফজাল হোসেন বলেন, টঙ্গী ২৫০ শয্যা সরকারি হাসপাতালকে ইজতেমার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ ও একটি হৃদরোগ ইউনিট, একটি বক্ষব্যাধি ইউনিট, এজমা ইউনিট, ট্রমা ইউনিট, অর্থোপেডিক ইউনিট ও বার্ন ইউনিট ১৫টি স্যানিটেশন টিম এবং ২৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে স্টেশন রোডসহ ময়দানের চারপাশে প্রায় অর্ধশত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসাসেবা প্রদান করছে।

নিরাপত্তা ব্যবস্থা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, ইজতেম অপ্রীতিকার ঘটনা প্রতিহত করতে ময়দানকে ৫টি সেক্টরে ছক করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এছাড়া ১৫টি ওয়াচটাওয়ার, সিসি ক্যামেরার, ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুলিশের পাশাপাশি র‍্যাবের ওয়াচটাওয়ার, হেলিকপ্টার ড্রোনসহ বিভিন্নভাবে নিরাপদে ইজতেমা সম্পূর্ণ করতে আমরা কাজ করে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close