নিজস্ব প্রতিবেদক
পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি
তথ্য উপদেষ্টা

অন্তর্র্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না। তিনি বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি।
রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নে নাহিদ বলেন, এখনো আমরা এটা নিয়ে ভাবি নাই। আমরা তো সরকারে আছি। সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি।
"