নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়া একা একা হাঁটতে পারছেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি একা একা হাঁটতে পারছেন। তিনি দেশের খোঁজখবরও নিয়েছেন। এছাড়া পরিবারের সদস্যদের কাছে পেয়ে তার মানসিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে জানা গেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, লন্ডনের শীর্ষ-স্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে ভর্তি করার পর তারর শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অনেক পরীক্ষার ফল এরই মধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। লন্ডনের হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্টসহ লন্ডনের স্বনামধন্য ৫-৬ জন চিকিৎসকের টিম নিয়মিত তার চিকিৎসা করছেন। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর দুয়েকদিনের মধ্যে চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবেন।

ডা. জাহিদ হোসেন জানান, মানসিকভাবেও খালেদা জিয়ার উন্নতির বিষয়টি দৃশ্যমান। এর অন্যতম কারণ অনেক দিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়েছেন। তারেক রহমান প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে হাসপাতালে সময় দিচ্ছেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিত বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে যাচ্ছেন। তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনিও নিয়মিত হাসপাতালে তার দেখভাল করছেন।

এভাবে খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকলে এবং তিনি পারিবারিক আবহে থাকলে শিগগির দেশবাসীকে সুনির্দিষ্ট করে ‘ভালো খবর’ দেওয়া যাবে বলেও জানান ডা. জাহিদ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি লন্ডনের ‘দ্য ক্লিনিকে’ ভর্তি করা হয়। এর আগে ৭ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় খালেদা জিয়ার। গত ৮ জানুয়ারি সকালে সেখানে তারেক রহমান মাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক জিয়া ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। খালেদা জিয়া ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গেলে সর্বশেষ তারেক রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল। তারেক ও তার পরিবার ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। কাতর আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়েছে এয়ারবাস এ৩১৯ মডেলের এ উড়োজাহাজটিকে। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং রাত ১০টা ৫১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close