শরীয়তপুর প্রতিনিধি
থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার
শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানা ভবনের তৃতীয়তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ। ওসি আল আমিনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম। পুলিশ সুপার বলেন, ‘আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।’
জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. ছালাম বলেন, আজ (গতকাল) বৃহস্পতিবার দুপুর ১টায় জাজিরা থানার নতুন ভবনের
২য় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুমের মধ্যে ওসি আল আমিন বিপি-৮১০৮১২৩৯৯৫ এর মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলে থাকতে দেখা যায়। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এ ব্যাপারে শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওসি আল আমিন ‘আত্মহত্যা’ করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় ভিড় করছেন স্থানীয় লোকজন।
"