প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০২৫

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প ১২৬ জনের প্রাণহানি

বাংলাদেশসহ পাঁচ দেশে কম্পন অনুভূত

ভয়াবহ ভূমিকম্পে তিব্বতে অন্তত ১২৬ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালের এ ভূমিকম্পে আরো ১৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ভূমিকম্পে হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক মানুষ স্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পর পর আঘাত হানা (আফটারশক) দুর্গম এলাকাটিতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। খবর বিবিসি ও আল-জাজিরার। তিব্বতের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) অঞ্চলটির পবিত্র শহর শিগাৎসে ভূমিকম্প আঘাত হানে। তিব্বত ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান ও ভারতে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক ঘটেছে। রিখটার স্কেলে পরাঘাতের সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৪।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে থাকা লোকদের সন্ধানের জন্য প্রায় ১৫ হাজার দমকলকর্মী এবং উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। শিগাতসে শহরের ভাইস মেয়র জানিয়েছেন, ভূমিকম্পপ্রবণ এলাকাটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

শিগাৎসের পার্শ্ববর্তী টিংরি কাউন্টির তিনটি উপশহর চাংসুও, কুলুও এবং কুওগুওতে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। সেখানে অনেক ভবন ধসে পড়েছে এবং কয়েক ডজন লোক মারা গেছেন।

জনবিরল এলাকাটিতে রাস্তাঘাট ধ্বংসস্তূপে ঢেকে গেছে এবং যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সিসিটিভির প্রকাশিত ভিডিওতে ভেঙে পড়া বাড়িঘর এবং ধ্বংসস্তূপে চাপাপড়া গাড়ির মর্মান্তিক দৃশ্য দেখা গেছে।

ভূমিকম্পের ঝাঁকুনি নেপালের কিছু এলাকায়ও অনুভূত হয়েছে। নেপালের জাতীয় জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে নেপালে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং উদ্ধার তৎপরতা জোরদার করার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন। বেইজিং সরকার ত্রাণের জন্য ১০০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কাউন্টিতে প্রায় ৬২ হাজার মানুষ বসবাস করেন। অঞ্চলটি একটি প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প : তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১ মিনিটে এ ভূমিকম্প হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি।

প্রসঙ্গত, চার দিনের মাথায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close