প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০২৫

তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ফ্লাইট লণ্ডভণ্ড সড়কে আটকা হাজারো গাড়ি

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। মার্কিন জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, এক দশকের মধ্যে এবার সবচেয়ে বেশি তুষারপাত ও ঠাণ্ডার কবলে পড়বেন আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলীয় প্রায় ৭ কোটি বাসিন্দা। এদিকে এরই মধ্যে যুক্তরাজ্যের ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে তুষারঝড়ে ব্যাহত হচ্ছে জনজীবন। একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। খবর বিবিসি ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী অঞ্চল থেকে শনিবার শুরু হওয়া ঝড়টি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ ঝড়টি পূর্ব উপকূলে পৌঁছাবে। আজ সোমবার পর্যন্ত চলবে তুষারঝড়ের তাণ্ডব। এনডব্লিউএসের পূর্বাভাস অনুসারে, আর্কটিকের চারপাশে সঞ্চালিত ঠাণ্ডা বাতাস বা মেরু ঘূর্ণির কারণে চরম আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। তুষারঝড়টি দৈনন্দিন জীবনে যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি করবে এবং সড়কে বিপজ্জনক পরিস্থিতির কারণে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হবে। এনডব্লিউএস জানায়, কানসাস এবং ইন্ডিয়ানার কিছু এলাকায় কমপক্ষে ৮ ইঞ্চি তুষারপাত হতে পারে। মধ্য-পশ্চিমের কিছু অংশে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে।

মিসৌরি, ইলিনয়, কেন্টাকি এবং পশ্চিম ভার্জিনিয়ার জন্য হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরো লাখ লাখ আমেরিকান রেকর্ড নিম্ন তাপমাত্রার কবলে পড়বেন। ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর ও ফিলাডেলফিয়াসহ শহরগুলোয় তুষারময় পরিস্থিতি তৈরি হবে। ভার্জিনিয়ার কিছু অংশে ৫-১২ ইঞ্চি তুষার পড়তে পারে। এছাড়া আরকানসাস, লুইসিয়ানা এবং মিসিসিপিসহ দক্ষিণ আমেরিকার কিছু অংশে তীব্র বজ্রঝড় দেখা যেতে পারে। মিসিসিপি ও ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের কিছু অংশ প্রচণ্ড ঠাণ্ডায় অভ্যস্ত নয়। তবে এ তুষারঝড়ের কারণে ওই অঞ্চলে বিরূপ পরিস্থিতির শিকার হতে পারেন বাসিন্দারা।

এনডব্লিউএস সতর্ক করে বলেছে, তুষারপাত বাইরে ভ্রমণকে বিপজ্জনক করে তুলতে পারে, রাস্তাকে দুর্গম ও গাড়িচালকদের আটকেপড়ার উচ্চঝুঁকি রয়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কারো কারো জন্য, এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে। অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডিপডউইন বলেন, ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে শীতল জানুয়ারি হতে পারে। ঐতিহাসিক গড় থেকে আরো নিম্ন তাপমাত্রা এক সপ্তাহ ধরে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের বেসরকারি আবহাওয়াবিদ রায়ান মাউ বলেন, তুষারঝড়টি একটি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি করবে, এটি একটি সম্ভাব্য বিপর্যয় হতে চলেছে। এটি এমন কিছু যা আমরা বেশ কয়েক বছর ধরে দেখিনি।

যুক্তরাজ্যে একের পর এক ফ্লাইট বন্ধ : তীব্র তুষারঝড়ে যুক্তরাজ্যে একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। এমনকি সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরো জোরালো তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হতে পারে। এদিকে স্কটল্যান্ডের বড় অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাতভর ভারী তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close