নিজস্ব প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০২৪

দেশে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু

দেশে এক দিনে ডেঙ্গুতে আরো পাঁচজনের প্রাণ গেছে; নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর ৫৪১ জনের মৃত্যু হলো। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৭ হাজার ৯৪৭ জনে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজন মারা গেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং রংপুর বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন। নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৫৪ জন, ঢাকা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে ৪১ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮৪০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৩৭ জন; আর ১ হাজার ১০৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর ভর্তি রোগীর মধ্যে ৫৮ হাজার ৭৬৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৮৪ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবরে। ওই মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। ওই মাসে ২৯ হাজার ৬৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডিসেম্বরের প্রথম ১১ দিনে ৬ হাজার ৪৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৫৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close