নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
৫৭৯ কর্মকর্তাকে অস্ত্র ব্যবহারের অনুমতি
মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাঠপর্যায়ের ৫৭৯ কর্মকর্তাকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪’ জারি করে এ ঘোষণা দেয়। এ নীতিমালার আওতায় উপপরিচালক থেকে শুরু করে উপপরিদর্শক পর্যন্ত ৫৭৯ কর্মকর্তা ৯ মিমি সেমি-অটোমেটিক পিস্তল (টি-৫৪) ব্যবহার করতে পারবেন।
বর্তমানে ডিএনসিতে ৩ হাজার ৫৯ কর্মকর্তা-কর্মচারী বর্মরত আছেন। বর্তমানে ডিএনসিতে ৩ হাজার ৫৯ কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে এক মহাপরিচালক, চার পরিচালক, ৯ অতিরিক্ত পরিচালক, ৯০ উপপরিচালক, ৯৩ সহকারী পরিচালক, ১৮৬ পরিদর্শক, ২১০ উপপরিদর্শক, ২৮৫ সহকারী উপপরিদর্শক এবং ৯২৮ সিপাহি রয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৮০৬ জন সক্রিয়ভাবে মাদকবিরোধী অভিযানে জড়িত। ৯০ উপপরিচালক, ৯৩ সহকারী পরিচালক, ১৮৬ পরিদর্শক এবং ২১০ উপপরিদর্শক- এ ৫৭৯ কর্মকর্তাকে অগ্রাধিকার ভিত্তিতে অস্ত্র সরবরাহ করা হবে। এ নীতিমালার মাধ্যমে মাদকবিরোধী অভিযানে তাদের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
"