নিজস্ব প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০২৪

রাজনৈতিক বিবেচনায় ১৫ বছরে ৮০ হাজার পুলিশ নিয়োগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, গত ১৫ বছরে পরিচয় যাচাইয়ের পর রাজনৈতিক বিবেচনায় ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারী আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার। দায়িত্ব নেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে পুলিশে নিয়োগের আগে নানা ধরনের যাচাই-বাছাই করা হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক পরিচয় বাবা, দাদা, এমনকি পূর্বপুরুষদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছে। ২ লাখ পুলিশ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ হাজার এভাবেই নিয়োগ পেয়েছেন। তিনি বলেন, ‘আমি ৮০-৯০ হাজার পুলিশ সদস্যকে ‘বাড়ি যাও’ বলতে পারি না। তবে যারা অসদাচরণ বা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়লে ঢাকায় ডাকাতি, ছিনতাই বেড়ে যায় বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, তখন ৮০ বছর বয়সি বৃদ্ধরাও লাঠি নিয়ে পাহারা দিতেন। ডিএমপি তখন বিশৃঙ্খল অবস্থায় ছিল। পরে বিদায়ী ডিএমপি কমিশনারসহ অন্যরা পুলিশকে পুনরায় সক্রিয় করার জন্য কাজ করেছেন।

ছিনতাই বৃদ্ধির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে মাঠে নামানো হয়েছে।

চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সমাজের সহযোগিতা ছাড়া চাঁদাবাজি বন্ধ করা দুষ্কর। জনগণকে চাঁদাবাজির মাধ্যমে টাকা দিতে মানা করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, ‘টাকা দেবেন না। পুলিশ জনগণের পাশে থাকবে।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে বলে মনে করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ওইসব মামলায় আসামি হলেই গ্রেপ্তার কিংবা বাসায় বাসায় গিয়ে হয়রানি করা যাবে না। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেই কেবল আইনের আওতায় আনা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close