নিজস্ব প্রতিবেদক
সয়াবিনের লিটারে বেড়েছে ৮ টাকা
বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ (সোমবার) থেকেই কার্যকর হবে। উপদেষ্টা আরো জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে।
এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ ও খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেলের দাম ছিল ১৬৭ ও খোলা তেল ১৪৯ টাকা।
এক মাসের মধ্যে বাজারে নতুন আলু এলে দাম কমে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শেখ বশিরউদ্দীন বলেন, ‘আলুতে চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণ পেতে চাই। নতুন আলু আসতে হয়তো ৪ সপ্তাহ লাগবে। আশা করছি, তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।’
তিনি আরো বলেন, ‘নতুন আলু আসতে আর হয়তো ৪ সপ্তাহ সময় লাগবে। তাই যারাই দুঃখজনকভাবে এ ঘটনাগুলো ঘটিয়েছেন, আমার ধারণা ৩ সপ্তাহের মধ্যেই তাদের স্টক লিমিটেড করতে হবে। আমরা যতই অ্যাকশন নিতে চাই। আমাদের অ্যাকশন একটাই আছে আমদানিকে সহজীকরণ। আমরা আমদানিকে সহজীকরণ করেছি। আমদানি সহজীকরণ করার ফলে আমরা দেখেছি ভারত থেকে কিছু আলু আসছে। খুব বেশি আসেনি। এ মুহূর্তে এর থেকে ভালো কিছু করার সুযোগ নেই। ৩ সপ্তাহের মধ্যে আমরা আশা করছি, আলুর দামটা সহনীয় হয়ে যাবে।’
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, বাজারে সয়াবিন তেলের সংকট নেই। গত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মনে করছি না, বাজারে সোয়াবিন তেলের সংকট আছে। রোজায় যাতে সমস্যা না হয়, সেজন্য আমদানীকারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এলসি ইজি করা হয়েছে।’ গত কিছুদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। দুয়েকটি দোকানে মিললেও বাড়তি দামে কেনার অভিযোগ করেছেন ভোক্তারা। বিক্রেতাদের দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে দেখা দিয়েছে সংকট।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। গুম ও খুনের বিচার হতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে নিয়মানুযায়ী আবেদন করা হবে। এর আগে গত শুক্রবার বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দেয়। অধিকাংশ দেকানেই পাওয়া যায়নি ভোজ্যতেলটি। দুয়েকটি দোকানে পাওয়া গেলেও বোতালের গায়ে লেখা দামের চেয়ে বেশি আদায় করা হচ্ছিল। এ নিয়ে রীতিমতো ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়ান দোকানিরা। গত এক সপ্তাহ ধরেই এ অবস্থা চলছে।
"