ইকবাল কবির লেমন, সোনাতলা (বগুড়া)
এক কিশোর মুক্তিযোদ্ধার অসম সাহস
দেশমাতৃকাকে বাঁচাতে একাত্তরের রণাঙ্গণে জীবনবাজি রেখে অসম সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন বাংলার সাহসী কিশোর বীর মুক্তিযোদ্ধারা। এদেরই একজন ছিলেন শাহ মোখলেছুর রহমান দুলু। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে হলেও তিনি পাশের বগুড়ার সোনাতলায় সংঘটিত অধিকাংশ যুদ্ধে তিনি মরণপণ লড়াই করেন। সোনাতলার বিভিন্ন স্থানে তার বীরোচিত উপস্থিতি মানুষের মুখে মুখে থাকত। তার সেই সাহসিকতার কথা মুক্তিযুদ্ধকালে প্রচারিত ‘চরমপত্রে’ প্রচারিত হতো।
একটি সম্মুখযুদ্ধের আগের দিনে দুপুরে কোম্পানি কমান্ডার শাহ মোখলেছুর রহমান দুলু গোয়ালা বেশে সোনাতলার সুখানপুকুর স্টেশন এলাকা রেকি করেন। ওইদিন সন্ধ্যার পর তার নেতৃত্বে ৩৩ জন বাছাই করা মুক্তিযোদ্ধা শিহিপুর (বর্তমান সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন) এলাকায় উপস্থিত হন। এছাড়া ১৫০ জনের অধিক বীর মুক্তিযোদ্ধাকে পাশের হলিদাবগা চরে প্রস্তুত রাখা হয়। শিহিপুর এলাকায় রেললাইনে ১০টি এন্টি ট্যাঙ্ক মাইন ও ২৫ পাউন্ড এক্সপ্লোসিভ পেতে রাখে মুক্তিযোদ্ধারা। এর সঙ্গে ৬০০ ফুট লম্বা ইলেকট্রিক ডেটোনেটারের সঙ্গে তারের সংযোগ দিয়ে ঢেকে দেওয়া হয়।
পরদিন বেলা ২.৪০টায় গাইবান্ধার বোনারপাড়া থেকে একটি স্পেশাল আর্মি ট্রেন ঘটনাস্থলের কাছাকাছি আসতেই শাহ মোখলেছুর রহমান দুলু রেললাইনের পাশের একটি বাঁশঝাড়ে লুকিয়ে থেকে দুটি তারের সংযোগ দিতেই বিকট বিস্ফোরণে ট্রেনটির বেশ কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে যায়। সেই অপারেশনে ১৩৯ জন পাকসেনা নিহত হয়। চাঞ্চল্যকর এ অপারেশনের সংবাদটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম আর আখতার মুকুল তার ‘চরমপত্র’ অনুষ্ঠানে পরপর তিনদিন সম্প্রচার করেন। এরপর অক্টোবরের ২০ অথবা ২১ তারিখে মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে দেওয়ানতলা রেলব্রিজ প্রেসার মাইন বিস্ফোরণ করে ধ্বংস করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মুক্তিযোদ্ধারা।
পরের দিন তিনি তার সহযোদ্ধাদের নিয়ে এন্টি ট্যাঙ্ক মাইন দিয়ে হিয়াতপুর রেলব্রিজের একটি গার্ডার উড়িয়ে দেন। তার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের তারাগোনা ব্রিজ একই কায়দায় মাইন দিয়ে ধ্বংস করেন। তার নেতৃত্বে একসঙ্গে ৩৩ জন মুক্তিযোদ্ধা মহিমাগঞ্জ আক্রমণ করেন। প্রাণভয়ে হানাদাররা পিছু হটে গোবিন্দগঞ্জে আশ্রয় নেয়। এরপর জুমারবাড়ী রাজাকার ক্যাম্প আক্রমণ, সোনাতলা পিটিআই এ অবস্থানরত আর্মিদের ওপর হামলা চালানো হয়। কয়েকদিন টানা যুদ্ধ হয় সেখানে।
"