প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২৪

আসাদের বাবা হাফিজের ভাস্কর্য ভাঙচুর, জনতার উল্লাস

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ভেঙে ফেলা হচ্ছে তার বাবা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের ভাস্কর্য। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। ২০০০ সালে তার মৃত্যু হয়। ওই বছরই সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা দুই যুগ ধরে (২৪ বছর) তিনি সিরিয়া শাসন করেন। গতকাল দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান আসাদ। জল্পনা রয়েছে, ব্যক্তিগত বিমানে চড়ে দামেস্ক ছাড়ার সময় দুর্ঘটনায় মারা গেছেন বাশার।

দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে জেরমানা শহরতলির কেন্দ্রে থাকা হাফিজ আল আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। ভাস্কর্য ভেঙে ফেলা বিক্ষোভকারীদের বেশির ভাগই আরেক শহরতলি দ্রুজের বাসিন্দা। তারা সে সময় ফাঁকা গুলি ছোড়েন।

গতকাল রবিবার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেন। পরে জনতা দামেস্কে হাফিজের আরেকটি ভাস্কর্য ভেঙে ফেলে। এএফপি ওই ভাস্কর্য ভেঙে ফেলার ছবি প্রকাশ করেছে।

বাশার আল আসাদের আমলেই ২০১১ সালে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় কয়েক বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীদের দমন করতে সক্ষম হন বাশার। যদিও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি হয়নি। কয়েক বছর পর গত ২৭ নভেম্বর আসাদ বাহিনীর ওপর অতর্কিত হামলা শুরু করেন সিরিয়ার বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর এবারের আক্রমণের গতি এতটাই দ্রুত ছিল যে সরকারি বাহিনী তাদের সামনে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় রবিবার রাজধানী দামেস্কে প্রবেশ করে বিদ্রোহীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close