কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২৪

সংস্কার থেকে নির্বাচন, সবই করব

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম বলেছেন, সংস্কার থেকে নির্বাচন, সবই সম্পন্ন করব- এটাই আমাদের দৃঢ়প্রতিজ্ঞা। গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলার কুল্লাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই আজম বলেন, ভুয়া এবং অমুক্তিযোদ্ধা যারা তালিকাভুক্ত হয়েছে- এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা প্রচেষ্টা নিয়েছি তাদের নানা আঙ্গিকে শনাক্ত করার জন্য। মুক্তিযোদ্ধা সংগঠনের দিক দিয়ে শনাক্ত হবে, জনসাধারণকেও আমরা সুযোগ দিচ্ছি; যাতে তাদের শনাক্ত করা যায়। যারা মুক্তিযোদ্ধা তারা এলাকায়ও মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। তাদের সব তালিকা যা আমাদের কাছে সংরক্ষিত আছে, এগুলো আমরা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভক্ত করে অনলাইনে দিয়ে দিচ্ছি। সেখানে একটা আপত্তি ফর্ম দিচ্ছি, যদি আপনাদের মনে হয় সে মুক্তিযোদ্ধা ছিল না, তাদের বিষয়ে আপত্তি জানাবেন। যাতে তাদের চিহ্নিত করে আঙুল তোলা সম্ভব হয় এবং জাতির সামনে উন্মোচিত করার সুযোগ হয়।

নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে ফারুক-ই আজম বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমাদের জাতীর মধ্যে একটা প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সবটাই আমরা সম্পন্ন করব- এটাই আমাদের দৃঢ়প্রতিজ্ঞা। এখানে কাউকেই বিচ্ছিন্ন না করে সবার ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্তগুলা হবে। সংস্কারের ব্যাপারে যে কমিশন গঠিত হয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রিপোর্ট দিয়ে দেবে। তখন এটা জনসম্মুখে যাবে। রাজনৈতিক দল, জনগণ এবং নানারকমের যে স্টেকহোল্ডার যারা আছে, তাদের সবার সঙ্গে কথা বলে সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে।

এদিকে উপদেষ্টা কুল্লাপাথর শহীদ সমাধিস্থলে পৌঁছেই শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি প্রত্যেকটি কবর ঘুরে ঘুরে দেখেন। কুল্লাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলা ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুল্লাপাথরে দেশের বৃহত্তম শহীদ সমাধিস্থল অবস্থিত। এখানে ৫০ শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে, যার মধ্যে ৫ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close