রংপুর ব্যুরো
ভুল নীতিতে নদী মেরে ফেলা হচ্ছে
মৎস্য উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আকতার বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতির কারণে তিস্তাসহ সব নদীকে মেরে ফেলা হচ্ছে। জলাশয় বাঁচিয়ে রাখতে সেখানে বাণিজ্য স্থান হিসেবে ব্যবহার করতে না দেওয়া আহ্বান জানান। গতকাল শনিবার বিকেলে রংপুরের গংগাচড়া উপজেলার কচুয়া বাজারে স্থানীয় উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, এখন এই নদীগুলোয় ইলিশ আসতে শুরু করেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে মাছ প্রকৃতির দান। যেখানে পানি আছে সেখানে মৎস্যজীবীদেরই অধিকার দিতে হবে। কারণ জলাশয় বাণিজ্য করার জায়গা না। কাজেই এই জায়গাগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করছি।
ফরিদ আকতার বলেন, ভূমি মন্ত্রণালয় কতগুলো ভুলনীতি হয়ে আসছে। এগুলো মানুষের জীবন-জীবিকা নষ্ট করে দিচ্ছে। এগুলো আমরা অবশ্যই পরিবর্তন করব। এখন নদীতে ইলিশ পাওয়া যায়। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে এই নদীতে দেশীয় মাছের সরবরাহ বাড়বে। আমরা যদি চেষ্টা করি সরকারের পক্ষ থেকে তাহলে তিস্তা পাড়ের মানুষের জীবন পরিবর্তন হতে পারে। খামারিদের নিজস্ব অধিকার নিশ্চিত করতে হবে। নদীকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে। এর আগে উপদেষ্টা তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেন। নদী রক্ষা কমিটির আহ্বায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্যজীবী ও প্রান্তিক খামারি সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা।
"