কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৪

পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৯ বস্তা টাকা

গণনায় মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা

কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার মিলেছে ২৯ বস্তা টাকা। মোট ১১টি দানবাক্স খুলে এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও কিছু সোনা-রুপার গহনা। সর্বশেষ খোলার প্রায় সাড়ে তিন মাসের মাথায় গতকাল শনিবার সকাল ৭টায় ফের দানবাক্স খোলা হয়েছে। গণনায় মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা। টাকাগুলো গণনা করে রূপালী ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। এর আগে সবশেষ গত ১৭ আগস্ট মোট ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। তাই বলা যায়, এবার টাকার অঙ্ক অতীতের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত ও পুলিশ সুপার মো. হাছান চৌধুরীর উপস্থিতিতে সবগুলো দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলোর টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলার মেঝেতে নিয়ে ঢালা হয়। সেখানে প্রশাসন ও মসজিদ কমিটির তত্ত্বাবধানে ব্যাংকের কর্মী ও মাদরাসার ছাত্র-শিক্ষকরা মিলে চলছে গণনা। মসজিদ কমপ্লেক্সে অবস্থিত নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসার ৩৫ জন শিক্ষক ও স্টাফ এবং ১২৮ জন ছাত্র, পাশের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ১৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭৫ জন স্টাফ মিলে টাকা গণনায় অংশ নিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, এবার ২৯ বস্তা টাকা হয়েছে। সকাল থেকেই টাকাগুলো গণনা চলছে। বিকেল ৫টা পর্যন্ত ৭ কোটি ৫০ লাখ টাকা গণনা করা হয়েছে। গণনা চলছে, এখনই বলা যাচ্ছে না মোট কত টাকা রয়েছে।

মসজিদ কমিটির তথ্যমতে, সর্বশেষ ১৭ আগস্ট দানবাক্সগুলোতে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সঙ্গে মিলেছে বেশকিছু বিদেশি মুদ্রা ও সোনা-রুপার গহনা।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, মসজিদের দানবাক্সে পাওয়া টাকা থেকে একটি অংশ অসহায় জটিল রোগীদের অনুদান হিসেবে দেওয়া হয়। এছাড়া মসজিদ পরিচালনার খরচের পাশাপাশি মসজিদ কমপ্লেক্স মাদরাসার ১৩০ জন এতিম ছাত্রের খরচ মেটানো হয়।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে দেড়শ’ বছর আগে গড়ে ওঠা মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত। মনোবাঞ্ছা পূরণ হওয়ার আশায় দেশ-বিদেশের নানান ধর্মের মানুষ মসজিদে দান করে থাকে। প্রতি জুমার দিন দেশের বিভিন্ন জেলার মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে এসে অনুদান দিয়ে যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close