লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড

ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাইফুল ইসলামের পরিবারের দায়িত্ব সরকার নেবে। তার পরিবারের ভরণ-পোষণের জন্য সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় সাইফুলের গ্রামের বাড়িতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। এ সময় তাদের সঙ্গে ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান প্রমুখ।

উপদেষ্টারা প্রথমে সাইফুলের কবর জিয়ারত করেন। এরপর সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত¡না দেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন দুই উপদেষ্টা। এ সময় তারা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তরের পর উপদেষ্টারা সাইফুলের গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক ?উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এ সময় বলেন, ‘গুজব থেকে যেকোনো মূল্যে আমাদের সজাগ থাকতে হবে। শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো ফাঁদে পা দেব না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close