নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজে গমনে নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন
পবিত্র হজে যেতে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে আরো ১৫ দিন। হজে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাবেন। ধর্ম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দেশ থেকে ২০২৫ সালের পবিত্র হজব্রত পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা দেওয়া হয়েছিল ৩০ নভেম্বর পর্যন্ত। সেই হিসাবে আজ শনিবারই ছিল শেষ দিন। হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর থেকে। তবে ঘোষিত সময়সীমা শেষ হতে চললেও হজযাত্রী নিবন্ধনের সংখ্যা আশানুরূপ নয়। সবদিক বিবেচনা করে সরকারি ও বেসরকারি উভয়পর্যায়ে হজযাত্রী নিবন্ধনের সময় আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধন কার্যক্রমের শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এখন নিবন্ধনের সময় আরো ১৫ দিন বাড়ানো হলো।
বর্ধিত সময়ের মধ্যে হজগমনেচ্ছু মুসল্লিদের দ্রুত নিবন্ধনের তাগিদ দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ডিসেম্বরের পর সময়সীমা আর বাড়ানো হবে না। ধর্ম মন্ত্রণালয় আরো বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ দিয়ে করা যাবে চূড়ান্ত নিবন্ধন।
"