নিজস্ব প্রতিবেদক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

মিরপুর-নারাণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১৭

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন।

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার ভোরে মিরপুর-১১ এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রংমিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে হাফেজ আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। পাশের বাসার ভাড়াটিয়া পোশাকশ্রমিক মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার পারভিন (২২)।

আব্দুল খলিলের ভাতিজি নাসিমা আক্তার রুপালী জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলার চর বাংলাবাজার গ্রামে। তিন ছেলেসহ তার চাচা-চাচি মিরপুরের ওই বাসায় ভাড়া থাকেন। তাদের পাশের বাসায় ভাড়া থাকেন আরেক দম্পতি। ভোরে তিনি খবর পান, ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। তারা সবাই দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ শাহজাহান জানান, রাতে তারা বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘুম ভাঙতেই দেখেন চারদিকে আগুন জ্বলছে। তাদের শরীরে আগুন লেগে গেছে। তখন নিজেরাই বাসার বাইরে বের হন। তিনি আরো জানান, তাদের বাসায় কোনো গ্যাস সিলিন্ডার নেই। বাসার সামনে দিয়ে গ্যাস লাইন রয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে খলিলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রুমার শরীরের ২০ শতাংশ, আবদুল্লাহর ৩৮, মোহাম্মদের ৩৫, ইসমাইলের ২০, শাহজাহানের ৬ ও স্বপ্নার ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান কারখানার কর্মীরা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ কর্মীদের বরাতে বলেন, ‘কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন।’ আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলেও জানান তিনি।

সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, ‘বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ইউনিট-১-এর ভেতর একাধিক প্রতিষ্ঠান রয়েছে। কারখানাটির এয়ার ফ্রেশনার তৈরির অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটির র‌্যাপিং মেশিন ওভারহিট হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তখন সেখানে থাকা এয়ার ফ্রেশনারের বোতলগুলোও বিস্ফোরিত হলে শ্রমিকরা দগ্ধ হন।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, কারখানাটি থেকে আগুনের খবর জানানো হয়। কিন্তু ফায়ার ইউনিট রওনা হওয়ার আগেই আগুন নিভে গেছে বলে জানানো হয়। তখনো বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকাল ১০টায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক তাদের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close