নিজস্ব প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০২৪

রিকশার বিষয়ে আদালতের নির্দেশনায় ব্যবস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচলবিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করছি। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তিনি আরো বলেন, এ সমস্যার সন্তোষজনক সমাধান হবে। এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচির আহ্বান জানাচ্ছি।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে, তা সত্য। যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।’ একই সঙ্গে দেশে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘কেউ এটি অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরো জানান, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্য থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।’ এর আগে, গতকাল সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাচালক সড়কে নেমে বিক্ষোভ করেন। সকাল পৌনে ১১টার দিকে তারা সড়কে অবস্থান নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close