প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ নভেম্বর, ২০২৪

বিজয়ী ভাষণে ট্রাম্প

দেশ বাঁচাতে আমার জীবন বাঁচিয়েছেন ঈশ্বর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঈশ্বর একটি কারণে আমার জীবন রক্ষা করেছেন। ওই কারণ হলো, আমাদের দেশকে রক্ষা ও যুক্তরাষ্ট্রের মহিমা পুনরুদ্ধার করা। মার্কিন নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ কথা বলেন। খবর আল জাজিরা ও সিএনএনের।

ট্রাম্প ওই বক্তব্যের মধ্য দিয়ে মূলত এবারের নির্বাচনী প্রচার চলাকালে দুই দফা হত্যাচেষ্টা থেকে তার বেঁচে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করেন। ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে। এটি আমেরিকার স্বর্ণযুগ হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইশ্বর আমার জীবন বাঁচিয়েছেন একটি কারণে। আর ওই কারণ হলো, আমাদের দেশকে রক্ষা ও যুক্তরাষ্ট্রের মহিমা পুনরুদ্ধার করা। এখন আমরা একত্রে ওই লক্ষ্য পূরণ করতে চলেছি।

ট্রাম্প আরো বলেন, ‘আমাদের সামনে যে কাজ রয়েছে, তা সম্পাদন করা সহজ হবে না। কিন্তু, আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাব।’

এ সময়ে মঞ্চে তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং রানিংমেট জে ডি ভান্স। ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন এবং তাকে ফার্স্টলেডি বলে ডাকেন। এ সময় উচ্ছ্বসিত ট্রাম্প তার স্ত্রী মেলানিয়ার গালে চুমু খান।

সম্প্রতি মেলানিয়ার লেখা স্মৃতিকথামূলক বই ‘মেলানিয়া’র প্রশংসা করেন ট্রাম্প। বইটিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ১ নম্বর (বেস্ট সেলার) বই বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ও (মেলানিয়া) দারুণ একটা কাজ করেছে।’

ট্রাম্প আরো বলেন, মানুষকে সহায়তার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন। এ সময় মঞ্চে উপস্থিত থাকা সন্তানদেরও ধন্যবাদ জানান ট্রাম্প। পাশে দাঁড়িয়ে থাকা সন্তানদের প্রত্যেকের নাম উল্লেখ করেন তিনি। তাদের ‘চমৎকার সন্তান’ বলে অভিহিত করেন ট্রাম্প।

একপর্যায়ে ট্রাম্প তার রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানান এবং বলেন, তিনি (ভান্স) যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close