নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ
সংবিধানকে সমসাময়িক করতে ড. কামালের সায়
সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন সংবিধান-বিশেষজ্ঞ ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেছেন। গতকাল শনিবার সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।
এতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিক, মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মুসতাইন বিল্লাহ গতকাল সংবিধান-বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এ প্রবীণ আইনজীবী ও শাসনতান্ত্রিক আইনবিশেষজ্ঞের সঙ্গে। এতে আরো বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে সংবিধান তৎকালীন জাতীয় পরিষদের গৃহীত হয়। ওই সংবিধানে মুক্তিযুদ্ধের রাজনৈতিক চেতনার সারমর্ম সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার রাষ্ট্রীয় চেতনা স্থান পেয়েছিল। পরবর্তী সময়ে এ সংবিধান বারবার সংশোধন করা হয়েছে শাসকদের স্বার্থে। তাই অনেকে এখন মনে করছেন এ কাটাছেঁড়া সংবিধান দিয়ে আর কাজ হবে না। এটি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে যায় না। এ কারণে সংবিধানের খোলনলচে বলাতে হবে। প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন করতে, যা সমাজে বিরাজমান বৈষম্য নিরসন করে মানবিক ও গণতান্ত্রিক সমাজে গড়ে তুলতে সহায়ক হবে।
"