প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ অক্টোবর, ২০২৪

নরসিংদীতে ৬ জনসহ সড়কে নিহত ১২

নরসিংদীতে ছয়জনসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শনি ও শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাসচাপায় সুমা আক্তার (৩০) নামের এক পথচারী নারী নিহত হন। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হন। নিহত সুমা আক্তার মাহমুদাবাদ এলাকার মো. হোসেন মিয়ার স্ত্রী।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২০) ও জাহিদুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত সাইফুল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়ার কামাল হোসেনের ছেলে ও জাহিদুল ইসলাম একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম : নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসা চাপায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক (৩২) নিহত মৃত্যু হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান জানান, নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। যুবকের পরনে চেক শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবিন খান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার বালিরটেক-চেগারঘোনা-বেড়িবাঁধ সড়কের হাটিপাড়া ইউনিয়নের কাজিকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন খান হরিরামপুরের বলড়ার পিপুলিয়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আরব আলী (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নাম স্থানে এ ঘটনা ঘটে। নিহত আরব আলী বীরপাশা এলাকার মৃত মনির হোসেনের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close