মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

  ২৬ অক্টোবর, ২০২৪

গৃহবধূকে পুড়িয়ে হত্যা স্বামী আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফেরদৌসী বেগম (২৫) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার চরমাছুয়া টেম্পোঘাট এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. ইয়াসিনকে (৩০) গতকাল সকালে আটক করে পুলিশ। স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় ও পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে। নিহত ফেরদৌসী বেগমের বাবার বাড়ি উপজেলার নবুরকান্দি গ্রামে। ওই গ্রামের আবদুল আউয়ালের মেয়ে তিনি। ফেরদৌসীর শ্বশুরবাড়ি উপজেলার গাজীপুর গ্রামে। ওই গ্রামের অটোরিকশাচালক মো. ইয়াসিনের স্ত্রী তিনি। ফেরদৌসী ও ইয়াসিন দম্পতির দুটি ছেলে রয়েছে।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে উপজেলার গাজীপুর এলাকার অটোরিকশাচালক মো. ইয়াসিনের সঙ্গে ফেরদৌসী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়ে স্বামীর সঙ্গে ফেরদৌসীর ঝগড়াঝাঁটি হতো। এছাড়া পরকীয়ায় বাধা দেওয়ায় ফেরদৌসীর ওপর ক্ষিপ্ত হন তার স্বামী। গত বৃহস্পতিবার রাত ১২টার পর এসব বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার বাড়িতে ফেরদৌসীর কথা কাটাকাটি হয়। পরকীয়া থেকে সরে আসতে স্বামীকে চাপ দেন ফেরদৌসী। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার গভীর রাতে ফেরদৌসীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী। এ সময় তাকে শ্বাসরোধ হত্যা করা হয়। তখন বাড়িতে ফেরদৌসীর দুই শিশুসন্তান ছাড়া কেউই ছিল না। হত্যার পর নিজের অটোরিকশায় করে ফেরদৌসীর লাশ উপজেলার চরমাছুয়া টেম্পোঘাট এলাকায় ধনাগোদা নদীর তীরে ফেলে যায় তার স্বামী।

ফেরদৌসীর বোন মনোয়ারা বেগম অভিযোগ করেন, তার বোনকে হত্যা করার পর শুক্রবার ভোরে তার (মনোয়ারা) কাছে তার ভগ্নিপতি ইয়াসিন মুঠোফোনে ফোন করেন এবং তার বোন কোথায় জানতে চান। তার (ইয়াসিন) কথাবার্তায় সন্দেহ হলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গতকাল সকালে গাজীপুর গ্রামে যান। সেখানে ফেরদৌসীকে পাননি। তার বিষয়ে জিজ্ঞাসা করলে ইয়াসিন নানা অসংলগ্ন কথা বলেন। পরে সেখানে তাকে আটক করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ইয়াসিনের দেওয়া তথ্যানুসারে তার বোনের লাশ চরমাছুয়া টেম্পোঘাট এলাকায় ধনাগোদা নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ।

থানার ওসি রবিউল হক বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তার থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক মো. ইয়াসিনকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close