নিজস্ব প্রতিবেদক

  ২২ অক্টোবর, ২০২৪

হাসিনার পদত্যাগ নিয়ে সারজিসের হুঁশিয়ারি

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যারা ‘অপচিন্তা’ করছেন, তাদের হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, রাষ্ট্রপতি বলেছেন, শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি। যারা দেখেও না দেখার ভান করছেন,

এমন যারা অপচিন্তা করছেন, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, কেউ যদি খুনিদের পুনর্বাসনের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে।

গতকাল সোমবার ঢাকার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও গণহত্যায় জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল নির্বাচনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

গোলটেবিল বৈঠকে সারজিস আলম বলেন, জাতীয় পার্টি শুধুমাত্র বিরোধী দলের কিছু সুবিধা নেওয়ার জন্য গত নির্বাচনকে বৈধতা দিয়েছে। প্রত্যেকটি হত্যা এবং খুনের বিচার হতে হবে। নির্বাচনের পরিকল্পনায় আওয়ামী লীগ কীভাবে আসে? বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে। এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close