অর্থনৈতিক প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০২৪

পোশাক খাত

বিজিএমইএতে প্রশাসক নিয়োগ

পোশাক খাতের অস্থিরতা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পুনর্গঠিত পর্ষদের ব্যর্থতার পর এবার প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে গতকাল রবিবার এক আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মো. আবদুর রহিম খান এই আদেশে স্বাক্ষর করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে শ্রমিক বিক্ষোভসহ চলমান অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে- এমনটা উল্লেখ করে বলা হয়, পুনর্গঠিত পর্ষদ কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে না পারায় সরকার পোশাকশিল্প খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। আদেশে বলা হয়, বিজিএমইএ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির পরিচালনা পর্ষদের সভাপতি এস এম মান্নান কচি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগ করেছেন। গত ২৪ আগস্ট পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হলেও এর গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। সাধারণ সদস্যদের উপস্থাপিত অভিযোগের বিষয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।

এতে আরো বলা হয়, পোশাকশিল্পের চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বিজিএমইএর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিজিএমইএর সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও চলমান অস্থিরতা দূর করতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২; বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪; এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।

এর আগে, গত ২৪ আগস্ট বিজিএমইর সভাপতি এস এম মান্নান কচি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন বোর্ড গঠন করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বোর্ড গঠন প্রক্রিয়া সঠিক ছিল না। এ ছাড়া পুনর্গঠিত বোর্ড সাধারণ সদস্যদের করা অভিযোগগুলোর যথাযথ সমাধান করতে পারেনি। ফলে সরকার একজন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close