নিজস্ব প্রতিবেদক
পুলিশের ৫ ইউনিটে নতুন প্রধান
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পাঁচ ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও নৌপুলিশে নতুন প্রধান নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হওয়া ১০ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে পাঁচ কর্মকর্তাকে এসব ইউনিটের নেতৃত্বে আনা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসেবে সাধারণত অতিরিক্ত আইজিপি পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সে হিসেবেই এ পাঁচ কর্মকর্তাকে ইউনিটগুলোর দায়িত্বে দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সেলিম মো. জাহাঙ্গীরকে পুলিশ সদর দপ্তরে, নৌপুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কুসুম দেওয়ানকে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ পাওয়া মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে। প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের প্রায় সবপর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে।
"