নিজস্ব প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০২৪

এইচএসসি পরীক্ষার ফল ১৫ অক্টোবর

শিক্ষাপ্রতিষ্ঠান ১১ দিন বন্ধ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে। এবার ফল প্রকাশ করতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করা হবে না। নিজ নিজ শিক্ষা বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে। এদিকে ধর্মী উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১১ দিন বন্ধ থাকবে চলতি মাসে।

গতকাল সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল সেটা অনুমোদন হয়ে এসেছে। এর আগে ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণমানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেওয়া হয় সেই চিঠিতে।

প্রসঙ্গত, গত ৩০ জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। পরে ওই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার গত ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষার্থীদের একটা অংশ স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে। গত ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তী সময়ে বাতিল করা হয় স্থগিত সব পরীক্ষা। সিদ্ধান্ত হয়, স্থগিত পরীক্ষাগুলোর ফল নির্ধারণ করা হবে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার মাধ্যমে।

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে মিলছে ১১ দিনের ছুটি : ধর্মী উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১১ দিন বন্ধ থাকবে এ মাসে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বলছে, দুর্গাপূজা উপলক্ষে ৯ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে স্কুল-কলেজ। এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমী, ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি রয়েছে। এরপর ১৮, ১৯ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২০ অক্টোবর। দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা শুধু দশমীতে ছুটি পান। তবে এবার সেটি তিন দিন হয়ে যাচ্ছে সাপ্তাহিক ছুটির কারণে। এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দশমীর সরকারি ছুটি থাকবে ১৩ অক্টোবর রবিবার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close