নিজস্ব প্রতিবেদক
সাধন-সমীর, আজিজুল-রানা, ইমতিয়াজ রিমান্ডে
সালাম মুর্শেদী কারাগারে
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, কাউন্সিলর আজিজুল ও স্বেচ্ছাসেবক লীগের রানা এবং নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান ইমতিয়াজ সেলিমকে রিমান্ডে দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় করা মামলায় সাধন ও রানাকে রিমান্ডে নেওয়া হয়। এদিকে দুদিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে পাঠানো হয়েছে কারাগারে।
রাজধানীর তেজগাঁও থানায় করা হত্যা মামলায় সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিন রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এশারত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর গতকাল সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে পুলিশ। তাকে তেজগাঁও থানায় করা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে (২১) গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, শিক্ষার্থী রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনা রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন সাধন চন্দ্র মজুমদার। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর বাড্ডায় দুলাল সরদারকে গুলি করে হত্যার অভিযোগে কৃষক লীগের সভাপতি সমীর চন্দের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রাত ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
ঢাকার বনশ্রী এলাকায় গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মুদি দোকানের কর্মচারী মো. মিজানুর রহমান। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার বনশ্রী এলাকায় মুদিদোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান। রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুদ্দীন হোসাইন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ও রানাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে বলা হয়, গত ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে মুদিদোকানের কর্মচারী মো. মিজানুর রহমান (২৮) নিহত হন। এদিকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাককর্মী রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাবেক এ সংসদ সদস্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহসভাপতি।
দুদিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২২ আগস্ট পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে।
"