নিজস্ব প্রতিবেদক
আরো এলাকা ‘নীরব’ করা হবে
- পরিবেশ উপদেষ্টা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর উত্তর-দক্ষিণে ৩ কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণার পর এ অভিজ্ঞতা রাজধানীর অন্য এলাকায়ও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ের সামনে তিনি বিমানবন্দর সংলগ্ন ৩ কিলোমিটার ‘নীরব এলাকা’ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভযাত্রা বের হয়। পরে বেবিচকের সদর দপ্তরে বসে আলোচনা সভা। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিমানবন্দরের উত্তর-দক্ষিণে ৩ কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা করেছিল গত রবিবার। ওই দিন বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছিল, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬-এর বিধি-৪ অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ও তার আশপাশের এলাকাকে (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) ‘নীরব এলাকা’ ঘোষণা করা হলো, যা গতকাল থেকে তা কার্যকর হয়।
রিজওয়ানা হাসান বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশে এরকম গাড়ির হর্ন কানকে বিদীর্ণ করে না। এটা দেশ সম্পর্কে নেতিবাচক ইমেজ তৈরি করে। আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এখানে আমরা মনে করেছি এ বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে। ‘এখানকার অভিজ্ঞতা নিয়ে ঢাকা শহরের অন্যান্য সড়কে, হাসপাতালের আশপাশে, সচিবালয় এলাকায় এ কর্মসূচি চালাব।’
এ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ নেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এখানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কারণ হচ্ছে তাদের আসলে বেশি কষ্ট হয় এবং তাদের ভলান্টিয়ারিং অ্যাপ্রোচ বেশি, এটাকে আমরা ভ্যালু করি।’ এ কর্মসূচি বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন জানিয়ে রিজওয়ানা বলেন, ‘রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে, যখন তারা আহ্বান করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে। আমাদের বিমানবন্দরের ভেতরে, সিভিল এভিয়েশনের ভেতরে ম্যাজিস্ট্রেট আছে। ‘একদিকে আমাদের উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আছে; আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে। ফলে আহ্বানের সঙ্গে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই।’
এ ধরনের একটি কাজ শুরু করতে পারাই একটি ‘সফলতা’ বলে মন্তব্য করেন রিজওয়ানা। তিনি বলেন, ‘এতদিন শুধু এ বিধানটা, এ নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি। এ নিয়ে এতদিন মানুষকে অভিযোগ করতে শুনেছি, আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে।’ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ সভায় উপস্থিত ছিলেন।
"