প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০২ অক্টোবর, ২০২৪

আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এক ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা ইশিবা। গত সপ্তাহে এলডিপির শীর্ষনেতা নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা। খবর এএফপি ও এপির।

ক্ষমতাসীন সরকারের কয়েকজন এমপি-মন্ত্রীর আর্থিক কেলেঙ্কারির জেরে আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ইশিবা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার কিছুক্ষণ আগেই পদত্যাগ করেন তিনি। সদ্য পদত্যাগী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হয়েই ইশিবা নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন। ১৯ সদস্যের মন্ত্রিসভা ঘোষণার সঙ্গে সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন ৬৭ বছর বয়সি নতুন এ প্রধানমন্ত্রী।

পার্লামেন্টে আনুষ্ঠানিকতা শেষে ইশিবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন এবং তার মন্ত্রিসভা গঠন করেন। ইশিবা তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক দুবারের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়ায়ার নাম ঘোষণা করেন। এছাড়া জেনারেল নাকাতানিকে প্রতিরক্ষা প্রধান হিসেবে ঘোষণা দেন। ইশিবার নতুন মন্ত্রিসভায় ১৯ মন্ত্রীর মধ্যে জায়গা পেয়েছেন মাত্র দুজন নারী। তাদের একজন অভিনেতা থেকে আইনপ্রণেতা হওয়া জুনকো মিহারাকে শিশুবিষয়ক নীতিমন্ত্রী একং তোশিকো আবেকে শিক্ষামন্ত্রী নিযুক্ত করেছেন।

ইশিবার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কাতসুনোবু কাতো। কিশিদার শীর্ষ আস্থাভাজন ইয়োশিমাসা হায়াশিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ধরে রেখেছেন ইশিবা। তিনি জানান, আগামী ২৭ অক্টোবর সংসদীয় নির্বাচন করার পরিকল্পনা করছেন তিনি, যাতে নতুন প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব ‘জনগণের রায়’ পেতে পারে।

জাপানের জনসাধারণের কাছে তুলনামূলকভাবে জনপ্রিয় ইশিবা দেশের নিরাপত্তা পলিসি বিষয়ে তার গভীর জ্ঞানের জন্য পরিচিত। ইশিবার সামরিক শক্তি বৃদ্ধি এবং একটি এশিয়ান ন্যাটো গঠনের আহ্বানে বেইজিংও কিছুটা ক্ষুব্ধ। এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে সতর্ক ইশিবা বলেন, জাপানের ভূখণ্ড রক্ষা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close