নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

জেএসসি-এসএসসির সমন্বয়ে এইচএসসির ফল

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হবে জেএসসি-এসএসসির ফলের সমন্বয়ে। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ শতাংশ ও এসএসসির ৭৫ শতাংশ নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল তৈরি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

কোটা সংস্কার আন্দোলন এবং পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনকালীন স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ৬টি পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির মুখে বাতিল ঘোষণা করা হয়েছে। এসব পরীক্ষার ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, যে ৬টি পরীক্ষা বাতিল হয়েছে, যেসব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে। যেমন কোনো একটি বিষয়ে জেএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ২৫ এবং একই বিষয়ে এসএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ৭৫ নম্বর নেওয়া হবে। এ দুটি নম্বর যোগ করে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে ১০০।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মহামারি করোনার সময়ও পরীক্ষা বাতিল হয়েছিল। পরে আগের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ওইসময় ফল প্রকাশ করা হয়। এবারও একই পদ্ধতিতে ফল তৈরি করা হবে। তিনি বলেন, এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close