ঢাবি প্রতিনিধি
চাকরিপ্রত্যাশীদের শাহবাগ অবরোধ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। গতকাল শনিবার দুপুর দেড়টায় শিক্ষার্থীসহ শত শত চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর আড়াই থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান। এতে শহরের গুরত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরতরা জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে অবস্থান করছেন। অবরোধ থেকে তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রতিনিধিদল এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এক বিক্ষোভকারী বলেন, বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। আমরা এ সীমা ৩৫ বছর করার দাবি জানাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী বলেন, আমরা গত ১৪ বছর ধরে এ দাবি জানিয়ে আসছি। কিন্তু আজও তার সমাধান পাইনি। বিষয়টি সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন তিনি। আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘৩টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আমাদের বলা হয়েছে, আমাদের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সব সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে, তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি, সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’ তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করব। না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে।’
"