পটুয়াখালী প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান নুরের
রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বমহলের সঙ্গে আলাপ-আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল শনিবার দুপুর ১২টায় পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
নুরুল হক নুর বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং তাদের মনোনীত প্রতিনিধি নিয়েও জাতীয় সরকার করা সম্ভব। এক্ষেত্রে এ সরকারের রোডম্যাপ থাকতে হবে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজসহ সর্বমহলের সঙ্গে আলাপ-আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার এ রোডম্যাপ তৈরি করবে। আমি তাদের রোডম্যাপ নিয়ে আলোচনার আহ্বান জানাই।’
সাবেক ভিপি বলেন, রোডম্যাপ হলে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে এ অন্তর্বর্তী সরকার নিয়ে আর কোনো উদ্বেগ-সংশয় ও সন্দেহ থাকবে না এবং আগামী দিনের পরিকল্পনাও দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কার চাই। এক্ষেত্রে এ অন্তর্বর্তী সরকারকে অন্তত দুই বছর সময় দিতে হবে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। নতুন আইন করতে হবে। তাই এসব করতে অন্তত দুই বছর সময় না দিলে রাষ্ট্র সংস্কার সম্ভব হবে না এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনও সম্ভব হবে না।’
নুর বলেন, ‘সরকারের সফলতাণ্ডব্যর্থতার সঙ্গে এদেশের মানুষের সফলতাণ্ডব্যর্থতা জড়িয়ে রয়েছে। তাই এ সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষদের এগিয়ে এসে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’ এ সময় জেলা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও অর্থবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. নজরুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও রবিউল হাসান, দলের জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম শিকদারসহ পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
"