তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
ঘর থেকে মা ও ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার রাতে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন- ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)। মাহমুদা সন্তানসম্ভবা ছিলেন বলেও জানান স্থানীয়রা। নিহত তিশা দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, নিহতদের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ঘটনাটি বুধবার রাতে কোনো একসময় ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন। তিনি জানান, বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. শাহপরান রাজধানী ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় তাদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একে একে তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশীরা বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে একই কক্ষে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। তাদের সবার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলতে পারছেন না কেউ।
"